|
Date: 2024-03-03 09:08:28 |
টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরির কথা বলে ওসমান গনি নামক (১৪)নামে এক রোহিঙ্গা কিশোর কে অপহরণের পর শরীরের অঙ্গ বিক্রি করার কথা বলে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী একটি চক্র।
শুক্রবার (১মার্চ) বিকেলে কলাতলী থেকে তাঁকে অপহরণ করা হয়।
অপহরণের শিকার কিশোরের মা সাহারা খাতুন বলেন, কলাতলী চন্দিমার মাঠ এলাকার বাসিন্দা রায়হান নামক একজন তার ছেলেকে চাকরির কথা বলে আনে। পরেরদিন তার ছেলেকে মারধর করে টাকা দাবি করে। রায়হানের সঙ্গে কথা বললে রাইহান আমার কাছ থেকে ২লক্ষ টাকা মুক্তিপণের দাবি করেন।আজকের মধ্যে টাকা না দিলে তার ছেলেকে দুই টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দিবে বলছে। তার শরীরের অঙ্গ বিক্রি করে টাকা তুলে নিবে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এখনো ছেলের খুঁজ মেলেনি। অপহরণকারিকে বিকাশে ৩০হাজার টাকা দেয়া হয়েছে।
এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুজ্জামান বলেন, ঘটনা জানার পর থেকে অভিযান অব্যাহত রয়েছে।
© Deshchitro 2024