কক্সবাজারের উখিয়া থানাধীন ১৪ এপিবিএন রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান পরিচালনাকালে ১টি ওয়ান শুটারগান, ১ রাউন্ড রাইফেলের গুলিসহ একজন আরসা সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।


রবিবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে সময় ১৪ এপিবিএনের দায়িত্বরত উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল এর দিক-নির্দেশনায় ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ১৭ নম্বর ক্যাম্পের মেইন এ ব্লকের এইচ/৯৬ সাব ব্লকের পাহাড় ও ৪ নম্বর ক্যাম্পের এক্সটেনশনের পাহাড়ের মধ্যবর্তী স্থানে অভিযান পরিচালনা করা হয়।


উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়ন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে উল্লেখীত স্থানে অস্ত্র সহ আসরা সন্ত্রাসী অবস্থান করছে। সাথে সাথে আমাদের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে রোহিঙ্গা নুর আলমের টং দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হতে আরসা সদস্য রোহিঙ্গা সৈয়দ হোসেন (৩২), ১৭ নম্বর ক্যাম্পের মেইন এ ব্লকের এইচ/৯৬ সাব ব্লকের এফসিএন- ১৭৬৬২৫ এর বাসিন্দা সাবের আহমদ ও মরিয়ম খাতুন এর ছেলেকে ০১টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড রাইফেলের গুলিসহ আটক করতে সক্ষম হয়।


আটককৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় স্থানান্তর ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024