জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার নৌ-থানায় পুলিশ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৩টায় উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহচর এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, বাহাদুরাবাদ ঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক মল্লিকের নেতৃত্বে এএসআই আব্দুল্লাহ, মুকুল হোসেনসহ পুলিশের একটি দল গত বুধবার সন্ধ্যায় যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ কারেন্ট জাল দিয়ে যমুনা নদীতে মাছ ধরার অপরাধে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ইঞ্জিন চালিত তিনটি নৌকাসহ ৯০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে বাহাদুরাবাদ ঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক মল্লিক বাদি হয়ে ১৯৫০ সালের মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলো বেলগাছা ইউনিয়নের চরবরুল গ্রামের আফজাল হোসেনের ছেলে বাবুল ব্যাপারী (২১), মৃত কেরামত ব্যাপারীর ছেলে মিস্টার আলী (২৫) এবং হাকিম আলীর ছেলে সুরুজ আলীকে (২১) ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

বাহাদুরাবাদ ঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক মল্লিক জানান, গ্রেপ্তাকৃত চরবরুল গ্রামের সিদ্দিক ব্যাপারীর ছেলে ছানোয়ার ব্যাপারী (১৬) এবং আবু শহীদ ব্যাপারীর ছেলে আল আমীন (১৬) অপ্রাপ্ত বয়সী হওয়ায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

এছাড়া দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি এলাকার আলীম উদ্দিনের ছেলে রুহুল আমীন (৩৪), জমিরের ছেলে সাইদুর রহমান (২১), সোলাইমান হোসেন (১৯), খাদেমুল ইসলাম (২৬) এবং মৃত নায়েব আলীর ছেলে জমসের আলীকে (৬০) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিজনকে ১০০ টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024