চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কাঞ্চনাবাদ ইউনিয়নের মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করার দায়ে কাঞ্চনগর, ৬নং ওয়ার্ডের মোঃ মামুনের ছেলে আরিফুল ইসলাম আরমান (১৯) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা এ দণ্ড দেন। 

এ বিষয়ে ডিপ্লোমেসি চাকমা জানান, জাহাগীরিয়া সুফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বখাটে আরিফুল ইসলাম আরমান দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে এবং মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বিভিন্ন কটু কথা বলতো এবং কয়েক মাস যাবৎ নিয়মিত বিরক্ত করে আসছিলেন। ৯৯৯ ফোন দিয়ে অভিযোগ জানালে কাঞ্চনাবাদের পুথি মার্কেটে পুলিশ গিয়ে আরমানকে আটক করে। এলাকাবাসীর সাক্ষীতে তার মোবাইল ফোন তদন্ত করে প্রমাণ পেলে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্তকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পেশায় সে একজন রাজমিস্ত্রী এবং বখাটে স্বভাবের লোক বলে জানা যায়। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024