|
Date: 2024-03-03 12:01:39 |
সুনামগঞ্জরে শান্তিগঞ্জ উপজেলার পৃর্ব বীরগাঁও ইউনিয়নে সর্বসাধারনের কাছে প্রশংসায় বিমোহিত হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী বীর বাংলা নৌকার প্রোঃ ছাদিকুর রহমান (বাছন)।
এতিম অসহায় হত দরিদ্র মানুষ কে সাহায্য সহযোগিতা,খেলাধুলা সহ মসজিদ মাদ্রাসায় দানের মাধ্যমে সকালের কাছে হচ্ছেন তিনি প্রশংসনীয়।
পল্লি কৃষক ও সর্ব সাধারনের আবদারে পৃর্ব বীরগাঁও ইউনিয়নের ৩ নং ওর্য়াডের শালদিকার কান্দি থেকে সুইছ গেইট পর্যন্ত ৭০০ ফুট লম্বা একটি রাস্তা করে দেন তিনি।
কৃষক ও সর্বসাধারান বলেন এই রাস্তা নিয়ে আমরা খুব দুর্ভোগে আছি। পৌষ মাস থেকে রাস্তায় যাতায়াত করতে পারি না বৈশাখ মাসে ধান নিয়ে আসতে কষ্ট হয় শত শত কৃষকদের। তাই ২০/০১/২০২৪ তারিখ রাস্তার কাজ শুরু করে ২৫ দিনে রাস্তার কাজ টি সম্পন্ন করেন ছাদিকুর রহমান বাছন ।
এতে এলাকার কৃষকদের মুখে ফুটেছে হাসি তাই তিনি তাদের কাছে প্রশংসিত। সাক্ষাৎ কারে ছাদিকুর রহমান বাছন বলেন, আমি সর্বসাধারন কে ভালোবাসি মানুষের ভালোবাসা নিয়ে বেচে থাকতে চাই মানুষের ভালোবাসার ফল আমার এই সামান্য কাজকর্ম। মানুষের উৎসাহ পেলে আরো অনেক দূর যেতে পারবো বলে আশাবাদী।
© Deshchitro 2024