মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরা দেবহাটার কুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গফফারের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (৩রা মার্চ) বাদ জোহর দেবহাটার এসিল্যান্ড কর্মকর্তা দীপা রানী সরকারের নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা গেছে, কিছুদিন পূর্বে বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফফার ঢাকায় অবস্থানরত ছেলের বাসায় বেড়াতে যান। সেখানে তিনি অসুস্থ হলে ঢাকা বারডেম হাসপাতালে আইসিসিইউতে ভর্তি করা হয়। গত শনিবার (২ মার্চ) রাত ৯.১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলও ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, জেলা সহকারী কমান্ডার আব্দুল মামুদ গাজী, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নাজমুস শাহাদাৎ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় কুমার ঘোষ, ভোমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024