“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপরক্ষে গত শনিবার (২ মার্চ) সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান পিন্টু, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ সসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা নির্বাচন অফিসার রাজু আহম্মেদ, সহকারি নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024