কলমাকান্দায়  বেসরকারী উন্নয়ন সংস্থা "আশার" উদ্যোগে ভেড়া/ছাগল পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি 

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা"আশার" উদ্যোগে ভেড়া/ছাগল পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৪ মার্চ)কলমাকান্দা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন কলমাকান্দা অঞ্চলের  সিনিয়র রিজিওনাল  ম্যানেজার মোঃ আজিজুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশা-নেত্রকোণা (বারহাট্টা) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার একেএম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলমাকান্দা প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, কলমাকান্দা ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আখতারজ্জামান ও  পাঁচগাও ব্রাঞ্চের ম্যানেজার মোঃ তাজ উদ্দিন। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা ভেটেনারী সার্জন আনোয়ার পারভেজ ও উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার জাহান।

এতে উপজেলার ৩০ জন খামারীকে ভেড়া/ছাগল পালনের উপর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।এ প্রশিক্ষন দারিদ্র  বিমোচনে "আশার" যুগান্তরকারী উদ্যোগ।

উল্লেখ্য যে "আশা" ১৯৭৮ সাল থেকে দারিদ্র বিমোচনে কাজ করে আসছে। বাংলাদেশের   "আশার" উপকারভোগী সদস্য ৭৫ লক্ষ। "আশা" ঋণ কর্মসূচীর পাশাপাশি শিক্ষা,স্বাস্থ্য, স্যানিটেশন সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। "আশার" উন্নয়ন মডেল দেশের গন্ডি পেরিয়ে বর্হিবিশ্বে ১৪ দেশে সম্প্রসারিত হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024