|
Date: 2024-03-04 12:35:59 |
ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নানকে মোবাইল ফোনে তাকে আটক ও প্রাণনাশের হুমকি দিয়েছে জনৈক পুলিশ কর্মকতা।
রোববার সন্ধ্যায় আব্দুল মান্নানের মোবাইল ফোন ০১৭২৯০৩৮৭০০ নম্বরে ০১৭৩৩-৫৯০৭৩৪ থেকে মতিঝিল থানায় পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে হুমকি দেয়। এ ঘটনায় রবিবার (০৩/০৩/২৪) রাতে ভাঙ্গা থানায় একটা জিডি করা হয়েছে । জিডি নম্বর-১৩৯, তারিখ ০৩/০৩/২৪,
আব্দুল মান্নান জিডিতে উল্লেখ করেন, আমি সন্ধ্যার সময় আমার নিজের অফিসে কাজ করতে ছিলাম। এরপর আমার মোবাইল নম্বরে ০১৭৩৩-৫৯০৭৩৪ নম্বর থেকে মোবাইল মতিঝিল থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে হুমকি দিয়ে বলে, তোকে বাংলাদেশ প্রতিদিন ও যুগান্তরের ২টা পত্রিকা দিতে বলি দেস না কেন। কি সমস্যা, উত্তরে আমি বলি হকার আমার সামনে বসা, সে সকালে ১টি যুগান্তর পত্রিকা আপনারদের দোকান দিয়েছে। আপনি সিসি ক্যামেরা দেখুন। এরপর সে বলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দেন না কেন? উত্তরে আমি বলি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আমার কাছে নাই, আমি ঐ পত্রিকা দিতে পারবো না। এরপর বলে আমি মতিঝিল থানার পুলিশ কর্মকর্তা তুই জানিস, তোকে আমি কি করতে পারি। এই বলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আটক ও প্রান নাশের হুমকি দেয়।
রাতে এঘটনা ভাঙ্গার সাংবাদিক মহলের মাঝে ছড়িয়ে পড়লে, ভাঙ্গা প্রেসক্লাবে এক জরুরি বৈঠক করা হয়। উক্ত বৈঠকে হাজী আব্দুল মান্নানের সভাপতিতে ভাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এঘটনার সাথে জড়িত ওই পুলিশ কর্মকর্তা পরিচয়দান কারিকে আটকের জোর দাবি জানান হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ মারুফ জানান, সাংবাদিক আব্দুল মান্নানকে মোবাইলে হুমকি দাতা পুলিশ পরিচয় দানকারীর বিরুদ্ধে একটা জিডি করা হয়েছে। হুমকি দাতার মোবাইল নাম্বারটি টেকিং করে তার পরিচয় সনাক্ত করা হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
© Deshchitro 2024