
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলা সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের সততা অগ্রগতি সাধনে সহায়তা করার নিমিত্তে দূর্নীতি দমন কমিশন কর্তৃক পুরস্কার, বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ঠা মার্চ) বেলা ১১ টায় লেক ভিউ কনভেনশন সেন্টারে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে এ পুরস্কার, বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দীন আহাম্মদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দীন আহাম্মদ বলেন, সমাজে দুর্নীতি প্রতিরোধ করতে হলে অনিয়মের প্রতিবাদী মনের মানুষ হতে হবে। সাহস করে নেতৃত্ব দিতে হবে তবেই দুর্নীতি প্রতিরোধ করা সহায়ক হবে। আমাদের মনে রাখতে হবে, ভালো কাজের জন্য অবশ্যই সম্মান আছে। যারা দুর্নীতি করে তাদের মনে রাখতে হবে পরোকালে প্রতিটি বিষয়ের জবাব নেওয়া হবে। তিনি আরো বলেন, জাতী গঠনে ও দুর্নীতি প্রতিরোধে শিক্ষকদের অবশ্যই শিক্ষার্থীদের সততা ও নৈতিকতা শিক্ষা দিতে হবে।