বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন ও নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার তরুণদের প্রবণতা । তারই ধারাবাহিকতায় নিজের প্রতিভা প্রকাশ করে চলেছে তরুণ কণ্ঠশিল্পী আপিপ লিয়ন ।

আপিপ লিয়ন জনপ্রিয় হয়ে ওঠে তার নিজের লেখা প্রথম গান : ( তুমি আমি ) দিয়ে। এর পরপরই সে জনপ্রিয় ছয়টি নিজস্ব অফিসিয়াল গান প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় এবং দর্শক-শ্রোতার কাছে জনপ্রিয় হয় । গানগুলো হলো : (১) তুমি আমি, (২) থাকো যত দূরে দূরে (৩) এই দিন এই রাতে, (৪) তুমি আমার, (৫) রাত, (৬) না ফেরার দেশে ইত্যাদি সহ আরো অনেক গান অপ্রকাশিত রয়েছে তার গানের ঝুলিতে ।

আপিপ লিয়নের সাথে কথা বলে জানা যায় , সর্ব উত্তরের হিমালয় কন্যা খ্যাত পঞ্চগড় জেলার দেবিগঞ্জ পৌরসভায় জন্মগ্রহণ করেন আপিপ লিয়ন । সে রাজধানীর পিলখানায় অবস্থিত স্বনামধন্য কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়ে বর্তমানে  অধ্যায়নরত আছেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের মিরপুর গভমেন্ট বাঙলা কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে । সে জানিয়েছে দর্শক শ্রোতার চাহিদা অনুযায়ী সে গান এবং বিভিন্ন কনটেন্ট তৈরি করবে। তার বেশ কিছু ভিডিও কনটেন্ট মিলিয়ন ভিউজ পেয়ে ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে আপিপ লিয়ন গানের পাশাপাশি  ভ্লগ ভিডিও করতে চায় বলে জানিয়েছেন । তিনি বর্তমান বর্তমান সময়ে জনপ্রিয় তরুন একজন কন্ঠশিল্পী।


ব্যাক্তিগত পরিচয়

: নাম : আপিপ লিয়ন ।

: জন্ম: ১০ /৩/২০০৪ ।

: পরিচয়: গায়ক , গান লেখক ও সুরকার।

: নিজস্ব গানের সংখ্যা: ৬ ।

: নিজের গান করার পাশাপাশি কভার গান গায় ।

:কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ভিডিও এডিটিং করে।

: নিজের চিন্তা ভাবনায় নিজস্ব ক্যাপশন ও প্রবাদ বাক্য লেখেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024