বেরোবির পদার্থ বিজ্ঞান বিভাগের পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ৩ টা হতে রাত ১০ টা পর্যন্ত আয়োজিত হয় লাইব্রেরীর পাশে একাডেমিক ভবন ৪-এর সামনে। এতে আবারো বিপাকে পড়েন লাইব্রেরিতে পড়ুয়া শিক্ষার্থীরা।


গত ৪ মার্চ (সোমবার) একাডেমিক ভবন ৪-এর সামনে পদার্থ বিজ্ঞান বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, প্রফেসর ড. মো: গাজি মাজহারুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মো: হাসিবুর রসিদ স্যারের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য সরিফা সালোয়া ডিনা। আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন, তানিয়া নুসরাত, সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ। 


অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য দেওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পূর্বের ন্যায় আবার উচ্চশব্দের জন্যে পড়াশোনার পরিবেশ হারান লাইব্রেরি পড়ুয়া শিক্ষার্থীরা। লাইব্রেরির পাশে নিয়মিত অনুষ্ঠান চলতে থাকায় শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়তে আসার আগ্রহ হারাচ্ছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "বহিরাঙ্গন বিভাগের এমন অনুমতি সত্যিই হতাশাজনক। যেহেতু আমাদের অডিটোরিয়াম নেই সেইক্ষেত্রে অনুষ্ঠানের অনুমতি প্রদানের ক্ষেত্রে সকল শিক্ষার্থীদের কথা চিন্তা তা দেওয়া উচিৎ।"


শিক্ষার্থীদের অডিটোরিয়াম নির্মাণের দাবি দীর্ঘদিনের। দ্রুত অডিটোরিয়াম নির্মাণের জোর দাবি জানান সাধারণ শিক্ষার্থীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023