সর্বস্তরের জনগণকে টেকসই পেনশন কাঠামোতে অন্তর্ভূক্তির লক্ষ্যে নীলফামারীর ডোমারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ই মার্চ) সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক বিস্তারিত আলোচনা করেন—সোনালী ব্যাংক লিমিটেডের ডোমার শাখা ব্যবস্থাপক পঙ্কজ কুমার রায়।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল জব্বার, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্ত রায় প্রমুখ।

উদ্বুদ্ধকরণ সভায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক বিশদ আলোচনা করা হয়। প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিমে চাঁদার উপর মুনাফা ও সরকারি ভতূর্কি দেওয়া হয় বলে জানানো হয়। এছাড়া সকল পেশাজীবীকে পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে আহ্বান জানান বক্তারা।

সভায় পুলিশ সদস্যবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024