উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাঈদের গণ সংযোগ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ জামান সাঈদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে  উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে একজন প্রার্থী হয়ে গণ সংযোগ করছেন।

তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। চলতি বছর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন এবং জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সরকারি নির্দেশলাবলী বা পরিপত্রের আলোকে ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করার অনুমতি পত্র পান।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় রাতদিন ছুটে চলে গণ সংযোগ করছেন।

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করছেন। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান,  ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন। প্রত্যন্ত এলাকা গাবুরা, পদ্মপুকুর, কৈখালী, কাশিমাড়ী, আটুলিয়া, বুড়িগোয়ালিনী সহ অন্যান্য ইউনিয়নে ছুটে  চলেছেন পথে প্রান্তরে।

বিভিন্ন সময়ে বিভিন্ন হাট বাজারে মানুষের সাথে মতবিনিময় করছেন। একই সাথে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করছেন।
প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে একজন প্রার্থী হয়ে জয়ের আশা নিয়ে গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন।

ছবি- শ্যামনগর ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদের উঠান বৈঠক অনুষ্ঠান।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024