|
Date: 2024-03-06 01:29:45 |
বিধান চন্দ্র দেবনাথ
ভরসার জায়গা যে তুই
এই বিশ্ব মাঝে,
তুই ছাড়া মন বসে না
আর কোনো কাজে।
তুই যখন খেলা করতে
পুতুলের সাঁজে,
মনের মধ্যে সারাক্ষনই
সেই কথা বাঁজে।
তুই যে এখন আমার সব
আশা ভরসা,
অনেক বড় হ তুই
এই প্রত্যাশা।
জামাল্গঞ্জ, সুনামগঞ্জ
© Deshchitro 2024