কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে এনআইডি ও জন্ম-মৃত্যু সনদ তৈরির অভিযোগে মো. নুরহান নামের এক যুবককে দুই বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্রেপ্তার যুবকের ভাড়া বাসা থেকে কম্পিউটারসহ জাল সনদ তৈরির বিভিন্ন সরজ্ঞামাদি উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী।


সাজাপ্রাপ্ত মো. নুরহান (৩০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা নুরুল বশরের ছেলে।


আদনান চৌধুরী বলেন, নুরহান নামের এক যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় স্থানীয় সামশু আলমের মালিকানাধীন স্থাপনায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে জাল সার্টিফিকেট, জন্ম-মৃত্যু সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি ) তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার দুপুরে জাল সনদ তৈরি করতে অভিযুক্ত নুরহান ভাড়া বাসায় অবস্থান করছেন, খবর পেয়ে স্থানীয়রা হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন।


পরে গ্রাম পুলিশসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে একদল লোক ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করে। এ সময় নুরহানের বাসা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট তৈরির কাগজ এবং বিভিন্নজনের নামে তৈরি জাল সার্টিফিকেট উদ্ধার করা হয।


ইউএনও বলেন,দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি আমাকে (ইউএনও ) অবহিত করেন। পরে বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় নুরহানকে দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।


পরে তাকে টেকনাফ থানা পুলিশের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মো. আদনান চৌধুরী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024