|
Date: 2024-03-06 10:46:47 |
বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এ আজ আনোয়ার খান মর্ডান ইউনিভার্সিটিকে হারিয়ে রাউন্ড অফ ১৬ তে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস)। মাদক, বাল্যবিবাহ, যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বোই’- প্রতিপাদ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্ট বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল-২০২৪ অনুষ্ঠিত হচ্ছে।
বিএসএল ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস) সাউথইস্ট ইউনিভার্সিটি এবং আনোয়ার খান মর্ডান ইউনিভার্সিটি কে হারিয়ে আজ রাউন্ড অফ ১৬ তে উঠলো ইউআইটিএস।ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ইউআইটিএস ক্রিয়া কমিটির আহবায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের খেলোয়াররা জয়ের জন্য ক্ষুধার্ত ছিলো এবং আজ তাদের ডেডিকেশন এর ফলাফল পাওয়া গিয়েছে। ইনশাআল্লাহ আমাদের ইউআইটিএস টিম সামনের রাউন্ড অফ ১৬ এর ম্যাচে জয়লাভ করে আমরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে।
বিএসএল ফুটবল প্রতিযোগিতায় আনোয়ার খান মর্ডান ইউনিভার্সিটিকে ৭-০ গোলে হারিয়েছে ইউআইটিএস টিম। এর আগে সাউথইস্ট ইউনিভার্সিটিকে ৪-১ গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্সেস (ইউআইটিএস) টিম। ইউআইটিএস টিমের এই বিজয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
© Deshchitro 2024