|
Date: 2024-03-06 11:59:12 |
শ্যামনগরে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যাবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বুধবার (৬ মার্চ) দিন ব্যাপী সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লির্ডাসের আয়োজনে নারীবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যাবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
লিডার্স নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে গাবুরা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশ গ্রহণে ওরিয়েন্টেশনে দুর্যোগ কী, দুর্যোগ কত ধরনের, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগগুলো কী কী, দুর্যোগ কেন হয়, দুর্যোগ ব্যাবস্থাপনা চক্র, নারী ও শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিকল্পনার মূল উদ্দেশ্য, দুর্যোগে নারী ও প্রতিবন্ধীরা কী কী সমস্যার সম্মুখীন হয়, দুর্যোগে নারী ও অন্যান্য বিপদাপন্নদের চ্যালেঞ্জ, নারীবান্ধব শেল্টার ম্যানেজমেন্টে আমাদের করণীয় সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশন পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, গাবুরা ইউপির সচিব আব্দুল আজিজ প্রমুখ।
ছবি- শ্যামনগরে নারী বান্ধব আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন।
© Deshchitro 2024