জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতার দীর্ঘ লম্ফ ইভেন্টে রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন নীলফামারীর ডোমার উপজেলার পুষ্পিতা রাণী রায়।বুধবার (৬ই মার্চ) সকালে রংপুর পিটিআই মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ প্রতিযোগিতার দীর্ঘ লম্ফ ইভেন্টে সকল প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন তিনি।


পুষ্পিতা রাণী রায় নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ঘাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার এমন কৃতিত্বে পরিবার, সুধীজন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ শুভেচ্ছা জানান।জাতীয় শিক্ষা পদক -২০২৪ এর বিভাগীয় পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাথমিক শিক্ষার রংপুর বিভাগীয় উপ-পরিচালক মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন—রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024