
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে নতুন প্রজন্মকে জানাতে সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, দেশাত্মবোধক সঙ্গীত ও লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন, বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নুসরাত জাহান অনন্যা,বীর মুক্তিযোদ্ধা সফিক আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, আবু আফফান রোজ বাবু, আফজাল করিম সবুজ, মনজুরুল হক, অর্পিতা রায়, সুজন কুন্ডু।
এসময় শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরীয়া মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ৭ই মার্চ পুরস্কার বিতরণ করা হবে।