মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ ঐতিহাসিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে কলেজের হলরুমে অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তানোর মহিলা কলেজের উপাধ্যক্ষ মোরশেদ আলী মৃধা, প্রভাষক মুনসেফ আলী,প্রভাষক বন্দিতা রাণী, প্রভাষক গীতারাণী মালাকার, প্রভাষক সোহেল রানাসহ শিক্ষক কর্মচারী সুধীজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন কলেজের প্রভাষক গুলজার আলী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024