|
Date: 2024-03-07 09:04:25 |
বৃহত্তর দক্ষিণাঞ্চলের অন্যতম পূন্যভূমি পটুয়াখালীর মির্জাগঞ্জের মরহুম হযরত ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহঃ) এর দরবার শরীফের দুইদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল আগামীকাল থেকে শুরু হবে। ইতোমধ্যে মাহফিলকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মাহফিলের প্রথমদিন শুক্রবার (৮ মার্চ) মূল্যবান তাফসির ও ওয়াজ নসিহত পেশ করবেন, বরিশাল জামিয়া রাজ্জাকিয়া’র শিক্ষা সচিব মুফাসসিরে কোরআন মো. রফিকুল ইসলাম কাসেমী এবং রাজবাড়ী বাইতুল মামুর মসজিদের খতিব মুফাসসিরে কুরআন মাওলানা মোঃ মোফাজ্জল হোসাইন আব্বাসী।
দ্বিতীয় দিন শনিবার (৯ মার্চ) ওয়াজ নসিহত পেশ করবেন, চট্টগ্রাম দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান মুফতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও শাইখুল হাদীস আল্লামা মুফতি মাসুম কাসেমী দাঃ বাঃ এবং সাভার সিটি সেন্টার জামে মসজিদের খতিব মুফাসসিরে কুরআন, মুবাল্লিগে ইসলাম, শায়খুল হাদীস হাফেজ মাওলানা মো. ইসমাইল বোখারী (কাশিয়ানী)। এছাড়াও দেশ বরেণ্য স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন। মাহফিলের সভাপতিত্ব করবেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অত্র মাজার ওয়াকফ এস্টেটের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম (ফয়সাল) মল্লিক বলেন, মাহফিলের জন্য যে স্টেজ ও প্যান্ডেল তৈরি করা হয়েছে তার মধ্যে প্রায় পঞ্চাশ হাজারের অধিক মুসল্লী বসে ওয়াজ শুনতে পারবে। এছাড়া মুসল্লীদের জন্য ওজু, গোসলখানা-সহ মাহফিলের সার্বিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকে ও সিভিলে বিপুল পরিমাণ আনসার, পুলিশ ও র্যাব সদস্যরা টহলে থাকবে। আশা করি গত বছরের চেয়ে এবার মাহফিলে মুসল্লীদের উপস্থিতির সংখ্যা অনেক বেশি হবে।’
রবিবার ফজরের নামাজের পর মির্জাগঞ্জ দরবার শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান রাহমানীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে দুইদিনব্যাপী এ মাহফিল সমাপ্ত হবে।
© Deshchitro 2024