|
Date: 2024-03-07 09:56:57 |
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রুমখাঁ পশ্চিম বড়বিল ৭
বাসিন্দা আবুল হাশেমের ছেলে মোহাম্মদ আবচার
ও একই এলাকার আবদু সালামের মেয়ে হাজেরা বেগম তাদের দুই পরিবারের বিচ্ছেদের পরিবারে হাসি ফুটেছে।
বুধবার ৬ ই মার্চ সন্ধায় দীর্ঘদিনের ভেঙ্গে যাওয়া সংসারে হাসি ফুটেছেন। এসময় উখিয়া থানার ওসি শামীম হোসেন ও হলদিয়া পালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার শাহজানের নেতৃত্বে এক বৈঠকের মাধ্যমে এক সিদ্ধান্তের মাধ্যমে দুই পরিবারের বিচ্ছেদ সম্পর্ক একত্রিত হওয়ায় উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে স্বামী মোহাম্মদ আবচার ও স্ত্রী হাজেরা বেগমের হাতে উপহার তুলেদেন ওসি শামীম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উখিয়া থানার ওসি শামীম হোসেন ও সঙ্গীয় পুলিশ ফুস ও হলদিয়া পালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার শাহজান চৌধুরী, সমাজ সেবক মোঃ সেলিম উদ্দিন সহ রুমখাঁ পশ্চিম বড়বিল এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
এসময় আবুল হাশেমের ছেলে মোহাম্মদ আবচার
ও একই এলাকার আবদু সালামের মেয়ে হাজেরা বেগমের পরিবার জানান আমাদের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল প্রায় দীর্ঘ মাস আমাদের মধ্যে পারিবারিক বিরুদ সৃষ্টি হয়েছে এতদিন পর আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তবে উখিয়া থানার ওসি শামীম হোসেন ও মেম্বার শাহজান চৌধুরী আমাদের কে সঠিক পথ না দেখালে আমাদের দুই সন্তান বাবা মা হারানো হতো আমাদের সংসার ভেঙে যেন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আমাদের কে একত্রিত করে দিছেন।
এসময় এলাবাসীর কাছে ব্যাপক সুনাম অর্জন করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন ও মেম্বার শাহজান চৌধুরী স্থানীয় জনগণের মুখোমুখি শুনা যায় এই মানবতার সেবার কথা গুলি।
© Deshchitro 2024