:


নোয়াখালীর সেনবাগের ইউরেকা চাইল্ড একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বৃহস্পতিবার (৭ মার্চ )  বিকেলে নোয়াখালীর সেনবাগের বাতানিয়া- দৌলতপুরে ইউরেকা চাইল্ড একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান একাডেমীর মাঠে অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত অনুষ্ঠানে ইউরেকা চাইল্ড একাডেমীর প্রধান শিক্ষক মোহাম্মদ আমিন রসুল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অত্র একাডেমীর সভাপতি সাহাব উদ্দিন। 


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ক্রীড়ামোদী,ঢাকাস্থ সেনবাগ পেশাজীবি পরিষদের সভাপতি, এসএ টিভি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেনবাগ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল,সেনবাগ পৌরসভার কাউন্সিলর বেলাল হোসেন, অত্র একাডেমীর সহ-সভাপতি নুর নবী প্রমুখ। 


এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন, অতিথিবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024