|
Date: 2024-03-07 10:32:18 |
"সিরাজগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৭ মার্চ ২০২৪) জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে সিরাজগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সকলা ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সূবর্ণ অংহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএমবার) (পিপিএম বার), সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী, এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, ও সাবেক কমান্ডার গাজী সফিকুল ইসলাম শফি, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, জেলা ত্রাণ পূর্নবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, প্রমুখ,
এসময়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে উজ্জিবিত হয়ে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সারা বিশ্বের অনবদ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ। আমরা নতুন প্রজন্মের মানুষ যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার ভাষণ শুনে বড় হয়েছি। তিনি আর কেউ নন, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্ম এখন বঙ্গবন্ধু ও দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারছে। ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ বর্বরোচিত গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা করা হয়।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত দুটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নূর নবী খান জুয়েল।
© Deshchitro 2024