|
Date: 2024-03-07 14:13:00 |
সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ
আগামী ৮ মার্চ শুক্রবার নোয়াখালী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে যোগদানে সংক্রান্তে,
৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে জেল পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন যাচাই-বাছাই করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।
ঘুষ কিংবা সুপারিশে কোন চাকরি হবেনা অহেতুক করো খপ্পরে পড়ে অনৈতিক অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য আহ্বান জানান, তিনি আরো বলেন আমাদের মধ্যেও কোনো পুলিশ কিম্বা কোন বড় প্রতাপশালী সাংবাদিক কিংবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার খপ্পরে না পড়ার জন্য তিনি আবারও আহ্বান জানান।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি সভাপতি, সাধারণ সম্পাদক, ইলেকট্রিক মিডিয়া ও ফিল্ম মিডিয়ার সাংবাদিক সহ পুলিশের উদ্ধতম কর্মকর্তা অফিসার বৃন্দ।
© Deshchitro 2024