কক্সবাজারের (উখিয়া-টেকনাফ) সড়কে এপিবিএন পুলিশের গাড়ীর সাথে টমটমের মুখোমূখি সংঘর্ষে অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমান সহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ৭ মার্চ ২০২৪ ইং বৃহস্পতিবার বিকেলে রামু থানার খুনিয়া পালং এর

মির্জাআলীর দোকান নামক স্থানে সংঘটিত হয়।

১৪ এবিপিএন পুলিশ সুত্রে জানা যায়, পুরু এ রাস্তায় মোড় ও বাজার  গুলোতে গাড়ি নিয়ে পৌছুলেই জটলা বেধে যায় ছোট গাড়ি সিএনজি সহ টমটম গাড়ি গুলো। বিশেষ করে কিছু অদক্ষ চালক এ গাড়ির অবস্থানে বিদ্যমান। ওই স্থানে রাস্তার পাশ দিয়ে ডিআইজি স্যারের গাড়ীর সাথে (যার নং- ঢাকা মেট্রো- ব -১৪: ২৩৭৯) টমটমের সাইড কাটতেই এ মারাত্মক দূর্ঘটনাটি হয়।তবে, গাড়ি দুটোই সমান স্পীডে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত, আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় রয়েছেন টমটম চালক রুবেল ও পথচারী হাফেজ মো: আব্দুল্লাহ। আহতরা কক্সবাজার সদর মেডিকেল হাসপাতাল সহ বিভিন্ন দিকে চিকিৎসা নিচ্ছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024