চাঁদপুরের কচুয়ায় ৭০ বস্তা (৩ হাজার ৫শ কেজি) ভারতীয় চিনিসহ এক মান্নান মিয়া নামের এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌর এলাকার কড়ইয়া পরিত্যক্ত ব্রিকফিল্ডের সামনে অভিযান চালিয়ে এসসাই মিজানুর রহমান পিকআপসহ তাকে আটক করে। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার চিকুনিয়া গ্রামের নুর মিয়ার ছেলে।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, আটককৃত মান্নান মিয়া ভারতীয় সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চিনি সরবরাহ করে আসছে। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার মান্নান মিয়াকে চাঁদপুরের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024