|
Date: 2024-03-08 08:00:41 |
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে উপজেলা পরিষদ রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ নারীর অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ।”- প্রতিপাদ্যের আলোকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জোহুরা, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মায়া রানী সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
© Deshchitro 2024