|
Date: 2024-03-08 09:35:52 |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বর্তমান সমাজ প্রেক্ষাপটে এখনো প্রাসঙ্গিক। শুধু স্বাধীনতার ঘোষণা নয়, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির কথা উল্লেখ ছিলো এ ভাষণে। যার কারণে পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে যা এখনো প্রাসঙ্গিক।
দিনব্যাপী নানান আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরি মাঠে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কক্সবাজার জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষণ কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিনসহ অনেকেই।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
© Deshchitro 2024