|
Date: 2024-03-08 11:49:28 |
‘নারীর সমঅধিকার, সমসুযোগ- এগিয়ে নিতে হোক বিনিয়োগ’–প্রতিপাদ্যে উদযাপিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমারে মেয়ে শিক্ষার্থীদের সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৮ই মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মানব কল্যাণ পরিষদের (এমকেপি) বাস্তবায়নে ও নেট্জ বাংলাদেশ এবং বিএমজেডের সহযোগিতায় মেয়ে শিক্ষার্থীদের সাইকেল র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেয়ে শিক্ষার্থীরা সাইকেলে চড়ে র্যালী করেন। সেখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024