|
Date: 2024-03-08 13:19:55 |
নীলফামারীর ডিমলায় ‘টি-টেন স্টার স্পোর্টিং ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচে হাতিবান্ধাকে ৯ উইকেটে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোমার ক্রিকেট একাদশ।
শুক্রবার (৮ই মার্চ) বিকালে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত টি-টেন স্টার স্পোর্টিং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—হাতিবান্ধা বনাম ডোমার।
টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে মাঠে নামে—হাতিবান্ধা। মামুনের ২৪ বলে ২৬ রানে ভর করে ১০.০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয় হাতিবান্ধা। ডোমারের হয়ে দুইটি করে উইকেট পান আসিফ ও লাবিব এবং একটি করে উইকেট সংগ্রহ করেন সৌরভ ও সজিব।
৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পায়েলের ২০ বলে অপরাজিত ৩৭ রানে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ডোমার। তার সঙ্গী হিসেবে তাসেল ৯ বলে অপরাজিত ২১ রান করেন। মাত্র ৭.০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৯৫ রান করে ৯ উইকেটের সহজ জয় পায় ডোমার। তাদের হয়ে আরেক ব্যাটসম্যান লিটন করেন ১৩ বলে ১৮ রান। হাতিবান্ধার মামুন একটি উইকেট পেলেও বাকি বোলাররা কোনো উইকেট পাননি।
পরে, ফাইনাল ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চাম্পিয়ন দল হিসেবে ডোমার ক্রিকেট একাদশকে ২০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিরা।
© Deshchitro 2024