আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ



রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (০৯ মার্চ) সকাল ১১ টার সময় মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিদের মাঝে পুরষ্কার ও শিক্ষকদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয়ের সভাপতি কাজী কেরামত আলী।
মাদ্রাসার সভাপতি সৈয়দ মুজতাবা কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েত হোসেন সোহরাব,  গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া'র সভাপতি মো. মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক মো. হেলালউদ্দিন, কোষাধ্যক্ষ মো. ফজলুর রহমান, বিদ‍্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র সহ অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024