উখিয়া উপজেলা সিএনজি, মাহিন্দ্র মালিক ও শ্রমিক সমবায় সমিতি লি: ও উখিয়া উপজেলা সিএনজি,অটো রিক্সা, টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন উদ্যোগে প্রয়াত জহির আলম, জাহাঙ্গীর আলম, জয়নাল উদ্দীন তোফাইলের মৃত্যু ভাতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৮মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া সদর স্টেশনের চৌধুরী মার্কেটের ৩য় তলায় সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।


তিনি এসময় সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদকসহ সদস্যদের প্রশংসা করে বলেন, মৃত্যু পরবর্তী তাদের পরিবারের প্রতি এ ধরনের ভাতা প্রদান ভবিষ্যতে অব্যাহত রাখতে হবে। সংগঠনের ঐক্য ধরে রেখে শ্রমিকদের কল্যানে কাজ করার জন্য সংগঠনের প্রত্যেকের প্রতি আহবান জানান তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি আনোয়ার ছিদ্দিক মামুন চৌধুরী, সঞ্চালনা করেন নুর মোহাম্মদ বাদশা।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক আজাদ, রাজাপালং ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সংগঠনের সহ-সভাপতি আব্দুল হক, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল বাহার, সংগঠনের সহ-সভাপতি-আব্দুল কাইয়ুম খান,সেলিম উল্লাহ, যুগ্ন সাধারণ সম্পাদক শামশুল আলম, সহ-সাধারণ সম্পাদক-নুর মোহাম্মদ, দিদার মিয়া, অর্থ সম্পাদক জুবাইদুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক-জয়নাল আবেদিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউনুছ, প্রচার সম্পাদক-মতিউর রহমান মুন্না, লাইন সম্পাদক জাফর আলম, সদস্য-সিরাজ মিয়া, মোহাম্মদ হোছন, আব্দুল আলম, নুরুল হাকিম, আব্দুর রহিম লালু প্রমূখ।


আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত জহির আলম, জাহাঙ্গীর আলম, জয়নাল উদ্দীন তোফাইল এর পরিবারের সদস্যদের মাঝে ২০ হাজার টাকা করে মৃত্যু ভাতার চেক প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024