ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের প্রাণহানি ও অপর ১০ জন নিখোঁজ হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সিতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হওয়ায়, প্রায় ৪৬ হাজার লোককে অস্থায়ী আশ্রয়স্থলে সরিয়ে নিতে হয়েছে। খবর এএফপি’র।


পেসিসির সেলতান দুর্যোগ প্রশমন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ডনি ইউসরিজাল একটি বিবৃতিতে বলেন, "দশ জনের মৃতদেহ পাওয়া  গেছে। সুতেরা মহকুমার লাংগাই গ্রামের দু'জন, কোটো ইলেভেন তারুসান মহকুমার সাতজন এবং অন্য একজনকে লেঙ্গায়াং মহকুমার বলে সনাক্ত করা হয়েছে। ডনি জানান, খারাপ আবহাওয়া ১০ নিখোঁজ ব্যক্তির সন্ধান প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। বন্যায় বিচ্ছিন্ন মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা নৌকা ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে ডনি বলেন, "আজ সকাল পর্যন্ত বৃষ্টিপূর্ণ আবহাওয়া  ও কিছ পয়েন্টে প্রবেশ দূঃসাধ্য হওয়ায় উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। ভূমিধসে অন্তত ১৪টি বাড়ি চাপা পড়েছে, ২০হাজারের বেশি বাড়ি প্লাবিত হয়েছে ও আটটি সেতু ভেঙে পড়েছে।

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024