|
Date: 2024-03-09 13:41:16 |
বিজিবি’র রামু ব্যাটালিয়ন মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশী চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক কারবারিকে আটক করেছে রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি ।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি জানায়, শনিবার (৯ মার্চ) সাড়ে ৭টায় রামু ব্যাটালিয়ন (৩০বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি পিকআপ থামানো হয়। এসময় তল্লাশী চালিয়ে চালক মোঃ রবিউল ইসলাম (২১) কে ইয়াবাসহ আটক করা হয়। চালক চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারি ইউনিয়নের সর্দারুপাড়া মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।
আটককৃত আসামীকে নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
© Deshchitro 2024