ইউআইটিএস বিজনেস স্টাডিজ বিভাগের বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠিত।

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর বিজনেস স্টাডিজ বিভাগ ও বিজনেস ক্লাব-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাসের পিএইচপি স্কয়ারে বিজনেস ক্লাবের নতুন কমিটির বরণ ও প্রাক্তন কমিটির বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া।

মাননীয় উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন প্রাতিষ্ঠানিক কারিকুলারের মধ্যেই রয়েছে কিভাবে একজন নৈতিক, দক্ষ ও আদর্শবান মানুষ হওয়া যায় তার উপায়। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা পূর্ণতা পায় এক্সট্রা কারিকুলারের মধ্যমে। বিজনেস স্টাডিজ বিভাগের বিজনেস ক্লাব সেই এক্সট্রা কারিকুলাম পরিচালনা করে থাকে। তিনি বলেন, একজন মানুষের নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ। নৈতিকতার সাথে একজন মানুষ গড়ে তোলাই ইউআইটিএস-এর মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাননীয় উপাচার্য বিজনেস স্টাডিজ বিভাগের সকলকে ধন্যবাদ সেইসাথে বিজনেস ক্লাবের নতুন কমিটিকে স্বাগত ও বিদায়ী কমিটির সম্মানিত সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা এবং সকলকে বসন্তের শুভেচ্ছা জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, আইন অনুষদের ডিন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া।

স্বাগত বক্তব্যে নতুন কমিটিকে স্বাগত জানানোর পাশাপাশি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজনেস ক্লাবের সভাপতি এবং বিদায়ী কমিটিকে ধন্যবাদ ও শুভকামনা জানান বিজনেস ক্লাবের সাবেক সভাপতি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হোসেন মিয়াজী সহ সকল শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ-সহ জনসংযোগ কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিজনেস ক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে সদ্য বিদায়ী কমিটির সম্মানিত সদস্যদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024