|
Date: 2022-10-21 14:35:11 |
নান্দাইলে আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ আওয়ামীলীগ নান্দাইল পৌর শাখার ১নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাতটায় ১নং ওয়ার্ডের কাটলিপাড়ায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ত আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীদলীগের সভাপতি,সাবেক এমপি আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম শাহান, সাংগঠনিক সম্পাদক নাজিম উল্লাহ লিটন,শফিকুল ইসলাম সরকার সহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মেজর জেনারেল আব্দুস সালাম বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে আজ উন্নয়নের রোলমডেল।তাই উন্নয়নের এই ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে আবার আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।আর এইজন্য প্রয়োজন আওয়ামী লীগের কর্মীদের ঐক্যবদ্ধতা।
© Deshchitro 2024