কক্সবাজারের কুতুবদিয়ায় উত্তর ধুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে।

শনিবার (৯মার্চ) উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি  ও উৎসাহ উদ্দীপনায় ইউনিয়নের  তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।  কেন্দ্রে ৬টি বুথের ৩টি মহিলা ও ৩টি পুরুষ । ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৫৬১জন।ভোট প্রয়োগ করেছে ১৭১৬।বাতিল ভোটর সংখ্যা  ১৪। অনুপস্থিত ভোটার সংখ্যা ৮৪৫। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ণ ভাবে ভোট দেন ভোটারেরা। উপনির্বাচনে জসীম উদ্দীন (তালা) প্রতীকে ১০৫৬ভোট পেয়ে বেসরকারী ভাবে মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন৬৩৮ভোট,নার্গিস সুলতানা (মোরগ) ০০ভোট, শাহাবুদ্দিন (ঘড়ি) ০০ভোট,ও ইমতিয়াজ উদ্দিন (ফুটবল)০৮ভোট।

জানা যায়,উক্ত ওয়ার্ডের মেম্বার নুরল হকের মৃত্যুতে ওয়ার্ডটি শুন্য হয়,পরে  শুন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পদে আবারও তালা  প্রতিক নিয়ে মরহুম নরুল হক মেম্বারের পুত্র জসীম উদ্দীন মেম্বার নিবার্চিত হন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023