মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু বলেছেন, বাংলাদেশ বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ। ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা শহরের রসুলপুর মহাশ্মশান প্রাঙ্গণে সার্বজনীন শ্রীশ্রী মহাশ্মশান কালীপূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষের অবদান উল্লেখ করে আশরাফুজ্জামান আশু এমপি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছে। সুতরাং এদেশ কোনো অপশক্তির আস্তানা হতে পারে না। আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে।


এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের সবার মধ্যে থাকতে হবে। সাতক্ষীরা মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক ভ‚ধর চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড. সোমনাথ ব্যানার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুব পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক বাবু কমল বিশ্বাস প্রমুখ।


মহাশ্মশান কালীপূজায় পুরোহিতের দায়িত্ব পালন করছেন পরিতোষ কুমার চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাতক্ষীরা মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক তপন হালদার।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024