মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা ঐতিহ্যবাহী এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৫৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকালে পবিত্র কুরআন তিলাওয়াত,  গীতাপাঠ, জাতীয় সংগিত, জাতীয় পতাকা উত্তোলন,মশাল প্রজ্জলন,ফেস্টুন-বেলুন উড়ানোর মধ্য দিয়ে উপজেলা নির্বাহি অফিসার ফারজানা আলম এর পক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি শুধাংসু চন্দ্র সূত্রধর।


বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কুলিয়ারচর উপজেলার সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছেন। উল্লেখ্য যে তাঁর পিতা কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিল্প পতি মরহুম মুছা মিয়া অত্র বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করেছিলেন।



ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট ও গার্লস গাইডদের বিভিন্ন দৃস্টিনন্দন ডিসপ্লে দর্শকদের নজর কেড়েছে। ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিল ৫২ এর ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাহিক ভাসন। 

এছাড়াও বিদ্যালয়ের প্রক্তন ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনের মধ্যে ছিল গোলক নিক্ষেপ প্রতিযোগিতা। 


ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুশিল সমাজ এবং অগনিত দর্শক উপস্থিত ছিলেন।


এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় ১৯৬৬ সালে বিশিস্ট সমাজ সেবক এডভোকেট এমাদ উদ্দিন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় জেলার মধ্যে সুনাম অর্জন করেছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024