|
Date: 2024-03-10 07:56:16 |
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ও খিরাম ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নানুপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ নুরুন্নবী রোশন (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ৭ হাজার ১৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বর্তমান চেয়ারম্যান শফিউল আজম (মোটর সাইকেল প্রতীক)। তিনি পেয়েছেন ৪ হাজার ৬৭২ ভোট।
খিরাম ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ (আনারস প্রতীক)। তিনি পেয়েছেন ২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ (অটো রিকসা প্রতীক)। তিনি পেয়েছেন ১হাজার ৯৫৬ ভোট।
দুটি ইউনিয়নের ১৮ টি ভোট কেন্দ্রে (৯ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে এ ভোটগ্রহণ।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বলেন, ‘শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে ছিলেন।
© Deshchitro 2024