যশোরের অভয়নগরে মোঃ মতিয়ার রহমান নামের একজন ঘটক  সাড়ে চার হাজার ছেলে মেয়েকে ঘটকালি করে  বিবাহ সম্পন্ন কাজে সহোযোগিতা করেছেন বলে প্রকাশ করেন।ঘটকের বাড়ি উপজেলার চলশিয়া গ্রামে।কথা হয় ঘটক মোঃ মতিয়ার রহমানের সঙ্গে তারই ঘটকালিতে সম্পন্ন  বিবাহ অনুষ্ঠানে, তিনি বলেন ১৯৪৭ সালের ১৪ আগষ্ট  তার জন্ম হয়, ১৯৭২ সাল থেকে ঘটকালির কাজ করে থাকেন এ পর্যন্ত তিনি সাড়ে চার হাজার ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করেছেন বলে প্রকাশ করেন।  তিনি বলেন এই ঘটকালি কাজ করে আমি খুবই আনন্দ পাই এবং সব সময় উৎফুল্ল মনেই থাকি যুবকদের মতো  চলাফেরা করি। টাকার জন্যে ঘটকালি করি তা নয়,উপকার করাটাই তার উদ্দেশ্য,  তবে এ কাজে কষ্টও পেয়ে থাকি, যখন একটি মেয়েকে বিবাহ অনুষ্ঠান থেকে বরের হাতে তুলে দেয়া হয় তখন আমার চোখে পানি চলে আসে, মনে হয় যেন আমার নিজের মেয়েকে বিবাহ দিয়ে  অন্যত্র  শ্বশুর বাড়ি পাঠাতে হচ্ছে । তিনি আরো বলেন, প্রায় শুক্রবারই আমার ঘটকালির মাধ্যমে বিবাহ সম্পন্নের দিন থাকে। শুধু মুসলিম নয়,সর্বজাতীয় ছেলেমেয়ের বিবাহের ঘটকালী করে থাকি।আরে বলেন,অনেক বয়স হয়ে গেছে এমন ছেলে মেয়েও বিবাহ সম্পন্ন হয়েছে আমার মাধ্যমে,কথা চলাকালীন সময়ে এক ময়ের পিতা এসে বিবাহ সমন্ধের আলেচনা করতে দেখা যায়।

সদ্য বিবাহিত সোহাগ জানান, এই ঘটক আমাকে একটি মেয়ে দেখিয়েছে আর দুপক্ষেরই মতামতে বিবাহ সম্পন্ন হয়েছে। এলাকাবাসী জানান, তিনি বেশ ভালো ঘটক তার বেশ পরিচিতি রয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024