|
Date: 2024-03-10 11:09:18 |
মুন্সীগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি বাছির উদ্দিন জুয়েল এবং সিরাজদিখান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা ও পরিচিত অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি ওমর ফারুক।
সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট আব অনার হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সভ্যতার আলোর সম্পাদক ও প্রকাশক এবং সময় টিভি'র মুন্সিগঞ্জ প্রতিনিধি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন চোকদার, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর খান বাবু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্র, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বেলায়ত হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুলসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
© Deshchitro 2024