বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মোহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব, নারীদের শিক্ষার উন্নয়নসহ প্রতিটি সেক্টরে সরকার নারীদের অগ্রধিকার দিয়েছেন। সকল নারীদের সু-শিক্ষায় শিক্ষিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত থাকতে হবে। তিনি আজ রোববার (১০মার্চ) দুপুরে আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজের আয়োজিত তাকে সংবর্ধণা দেয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডুর সভাপতিত্বে সংবর্ধণা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, প্রভাষক মোতাহার হোসেন, তাহরিমা আহমেদ, সামছুজ্জামান, অরবিন্দু কুমার, শহিদুল ইসলাম, অরুন চন্দ্র সরকার, সামছুদ্দিন আহমেদ প্রমুখ। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024