|
Date: 2024-03-10 13:48:25 |
বড়লেখা উপজেলার অন্তর্গত ১নং বর্ণি ইউনিয়নের পশ্চিম বর্ণি ঈদগাহ বাজার সংলগ্ন মাঠে গতকাল ৯ই মার্চ শনিবার দুপুর ৪ঘটিকায় পশ্চিম বর্ণি ঈদগাহ বাজার ফুটবল টুনার্মেন্ট ২৪ইং এর জমকালো আয়োজনে ফাইনাল সম্পন্ন হয়েছে।
ফাইনালে যে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করে তারা হচ্ছে, মুজিবুর রহমান ফুটবল একাদশ-উজিরপুর,বর্ণি বনাম তাহমিদ এন্ড ইমন ফুটবল একাদশ-কলাজুড়া; বড়লেখা।
ফাইনাল খেলায় বর্ণি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন এর সভাপতিত্বতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন, এ.কে.এম হেলাল উদ্দিন, মুজিবুর রহমান ফুটবল একাদশ উজিরপুর এর টিম পরিচালক মুজিবুর রহমান, দক্ষিণভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন, টুর্নামেন্টের প্রথম পুরষ্কার মোটর সাইকেল দাতা হাবিবুর রহমান হাবিব, এনাম উদ্দিন, জোবায়ের আহমদ, শাহাব উদ্দিন, নুনু মিয়া, আবুল হোসেন সহ আরো অনেকে।
খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষ গোল করতে না পারায় ট্রাইবেকারের মাধ্যমে মুজিবুর রহমান ফুটবল একাদশ ৫-৪গোলে জয় লাভ করে।
© Deshchitro 2024