|
Date: 2022-10-21 15:46:48 |
কন্টিনেন্টাল গ্রুপের উদ্যোগে প্রায় ২৫ একর জমির ওপর দুইটি মাঠ, ৫ টি পিচ ও ৫০ জন খেলোয়াড়ের আবাসন সুবিধা সম্বলিত বেসরকারি বিনিয়োগে তৈরি হচ্ছে দেশের প্রথম ক্রীড়া কমপ্লেক্স।
শহুরে কোলাহল মুক্ত, সবুজ রসমারোহে নিরিবিলি পরিবেশে হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়াননগর মধ্যের খিল এলাকায় এ ক্রীড়া কমপ্লেক্স।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে এ স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী বলেন, একসময় বাংলাদেশের ক্রিকেটে চট্টগ্রামের অনেক স্বনামধন্য ক্রিকেটার অবদান রেখেছে।
বর্তমানে কমে আসলেও আশা করছি ভবিষ্যতে দেশের ক্রিকেটে চট্টগ্রামের খেলোয়াড়রা অবদান রাখবে। দেশের খেলাধুলার উন্নয়নে শুধু সরকারই কাজ করবে তা নয়, ব্যক্তি উদ্যোগেও ক্রীড়ার উন্নয়ন করা জরুরি। যে কাজটি করছে কন্টিনেন্টাল গ্রুপ। হাটহাজারীতে যদি এমন একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র হয়, সেটি এ এলাকার ক্রীড়া উন্নয়নের জন্য ভালো এবং দেশের জন্যও ভালো।
বিশেষ অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী প্রজন্মকে দেশপ্রেমে জাগ্রত করতে হলে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্ম নিয়ে এখন অনেকে শঙ্কিত। কারণ নীতি নৈতিকতার অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে বর্তমান প্রজন্মের মধ্যে। ক্রীড়া সংগঠক হিসেবে আমি মনে করি, তৃণমূল পর্যায়ে খেলাধুলা যত বেশি ছড়িয়ে দেওয়া যাবে বর্তমান প্রজন্মকে নীতিনৈতিকতার অবক্ষয় থেকে রক্ষা করা যাবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্টিনেন্টাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আহসান ইকবাল চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদুল ইসলাম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান, সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন রুবেল সহ চট্টগ্রামের ক্রীড়াব্যাক্তিত্বরা।
© Deshchitro 2024