|
Date: 2024-03-11 02:24:07 |
আম্বানিদের মতো ধনকুবেরের বাড়িতে বিয়ে খেতে খালি হাতে যাননি বলিউড তারকারা। কাজের ব্যস্ততা যতোই থাক, আম্বানি ডাকলে কেউ না করেন না। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ উদ্যাপনেও বলিউডের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। তারা যে শুধু নিমন্ত্রণ রক্ষা করলেন তাই নয় নাচেগানে মাতিয়ে রাখলেন তিন দিনের উৎসব। সঙ্গে অনন্ত আর রাধিকার জন্য আনলেন অনেক উপহার।
শুধু আমন্ত্রিতও ছিলেন না আম্বানিদের অনুষ্ঠানে নেচেছেন সালমান খান। সঙ্গে অবশ্য বলিউডের অন্য দুই খান শাহরুখ এবং আমিরও ছিলেন। সালমান অনন্তকে উপহার দিয়েছেন দামি ঘড়ি। এবং রাধিকার জন্য এনেছিলেন একজড়ো হীরার কানের দুল। নাচের জন্য আম্বানিদের থেকে পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ। কিন্তু অনন্ত-রাধিকাকেও হাত খুলে উপহার দিয়েছেন। সূত্রের খবর, শাহরুখ নাকি হবু দম্পতিকে একটা মার্সিডিজ় দিয়েছেন।
আম্বানিদের আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ার আদভাণীও। সি়ড-কিয়ারা অনন্ত এবং রাধিকাকে দিয়েছেন সোনা এবং হীরা দিয়ে বাঁধানো গনেশ এবং লক্ষ্মীর মূর্তি। হবু বাবা-মা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনও নেচেছেন। রণবীর-দীপিকা হবু দম্পতিকে উপহার দিয়েছেন হিরে দিয়ে বাঁধানো ঘড়ি।
© Deshchitro 2024