|
Date: 2024-03-11 05:54:06 |
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য (সংরক্ষিত) নূরুন নাহার বেগমকে (গতকাল ১০ই মার্চ) সদরে বরণ করে নিলেন নিজ নির্বাচনী এলাকার জাতীয় পার্টির নেতা- কর্মী,আত্মীয়-স্বজনসহ সাধারণ জনগণ ।নিজ এলাকায় আসবেন এমন খবরে নেতাকর্মীরা নিজ উদ্যোগে মাইক্রো ও মোটরসাইকেল যোগে সৈয়দপুর বিমানবন্দরে গ্রহণ করতে আসেন নূরুন নাহার বেগম এমপি'কে । বিমানবন্দরে আসা মাত্রই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নেতাকর্মীরা। সংসদের ছোট ভাই -মোঃ নওশাদ জামান দুলু বলেন - নূরুন নাহার বেগম আপা ও আমাদের পরিবার সব সময় এ এলাকা মানুষের জন্য সেবামূলক কাজে অংশগ্রহণ করেছি, আগামীতেও এ কার্যক্রম বহমান থাকবে । জাতীয় পার্টির নেতাকর্মীরা বলেন -বেগম আপা জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ । দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকেও তিনি জনগণের সাথে যেভাবে সম্পর্ক বজায় রেখেছেন আশা করি সংসদ সদস্য হয়েও একইভাবে সম্পর্ক বজায় রাখবেন । নেতাকর্মীদের সাথে তার বন্ধুত্বপূর্ণ আচরণ নিঃসন্দেহে ভালো কাজ । নেতাকর্মীরাও তিনাকে শ্রদ্ধার দৃষ্টিতে সবসময় দেখেন। জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন ।এ সময় সংসদ নূরুন নাহার বেগম বলেন - মৃত্যুর আগ পর্যন্ত আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও -২ সহ এদেশের মানুষের জন্য কাজ করতে চাই । এদেশে স্বাধীনতাকামী মানুষের স্বপ্ন বাস্তবায়নে আমার জীবন উৎসর্গ করে যেতে চাই ।
© Deshchitro 2024