কচুয়ায় শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকৃতরা হলেন, উপজেলার ধনাইয়া গ্রামের আবুল হাসানের পুত্র ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মনির হোসেন ও একই উপজেলার পাড়াগাঁও গ্রামের মৃত আলী হোসেনের পুত্র ওয়ারেন্টভুক্ত আসামী শাহজাহান।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ২জনকে রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024